নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সহকারী পুলিশ সুপারের সচেতনতামূলক প্রচারনা

আলী জাবেদ মান্না:: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে হবিগঞ্জের নবীগঞ্জে এবার কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাস্ক না থাকায় যুবক ও বূদ্ধদের মাস্ক পড়িয়ে দেন।

এ সময় সহকারী পুলিশ সুপার ইনাতগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী হাজী হেলিম উদ্দিন ও আব্দুর রব এর মুদি দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা দেখতে চান। হাজী হেলিম উদ্দিন মূল্য তালিকা দেখাতে না পারায় সহকারী পুলিশ সুপার আগামী কালের মধ্য মুল্য তালিকা টানানোর নির্দেশ প্রদান করেন। অন্যতায় আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দেন।

অভিযান চালিয়ে মানুষকে ঘরে ফেরার আহবান জানিয়ে দ্রব্য মূল্যর দাম বূদ্ধি না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান এএসপি।

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-ইনাতগঞ্জ ফাঁড়ির পরিদর্শক সামছদ্দিন খাঁন,হবিগঞ্জ পুলিশ লাইন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফয়জুল হোসেন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক,সাধারন সম্পাদক মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন,আওয়ামীলগ নেতা আন্দুল হাকিম, ইনাতগঞ্জ যুবলীগের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আশাহীদ আলী আশা,যুবলীগের সাধারন সম্পাদক জামাল আহমেদ সুমন, ব্যাবসায়ী নোমান আহমেদ, ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ,সাংবাদিক আলী জাবেদ মান্না প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা