নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী। সরাসরি গ্রাম ঘুরে সরকারি মূল্যে ধান কেনার উদ্যোগ নেন তিনি। মঙ্গলবার দুপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলার দত্তগ্রামে গিয়ে তিনি তিনজন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ছয় মেট্রিক টন ধান ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান খাঁন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গৌরা পদ, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, রত্মদীপ দাশ রাজু, দলিল লিখক মোঃ ফারুক হোসাইন প্রমূখ। এ সময় ধান বিক্রতা কৃষক আরিফ উল্লাহ, আঃ হাদী ও আঃ হাকিম বলেন, বাজারে প্রতি মণ ধান ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রির কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমপিসহ সরকারের কর্মকর্তারা তাদের বাড়িতে এসে ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করেছেন। এতে তারা খুবই খুশি। এই দামে ধান কিনলে কৃষকেরা লাভবান হবেন। কৃষকদেরও দুর্ভোগ কমবে বলে মনে করেন তারা।
এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকার কৃষিখাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এতে ভর্তুকি দিচ্ছেন। তাই কৃষি এবং কৃষক বান্ধব এই সরকার চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকের পাশেই দাড়িয়েছেন। অপরদিকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান সরকারী ভাবে ক্রয় করায় আনন্দিত কৃষকরা।
Leave a Reply