নবীগঞ্জে গত ৯ দিনে করোনা টিকা নিলেন ২ হাজার ২ শ’ ৬১ জন

উত্তম কুমার পাল হিমেল :: নবীগঞ্জে মহামারী করোনাভাইরাস প্রতিরােধে  ভ্যাকসিন গ্রহনে উপছে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে নারী পুরুষ মিলে ৫টি বুথে টিকা প্রদানের সেবা দিয়ে যাচ্ছেন ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা সেবা  প্রদানকারীরা। টিকার আনুস্টানিক কার্য্যক্রম গত ৭ ফ্রেবুয়ারী থেকে শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভ্যাকসিন কমিটির সভাপতি শেখ মহি উদ্দিন এই কার্য্যক্রমের শুভ সুচনা করেন।
গতকল সোমবার বিকাল পর্যন্ত  হাসপাতালে মোট ২ হাজার ২ শত ৬১ জন মানুষ সরকারের এ সেবা গ্রহন করেছেন। যার মধ্যে পুরুষ ১ হাজার ৪ শত ৭০ জন এবং মহিলা ৭ শত ৯১ জন।
শুরুর দিকে সাধারন মানুষের মাঝে টিকা নিতে কিছুটা অনিহা থাকলেও টিকা গ্রহনকারী লোকজন একে থেকে অপরজনকে উদ্বুদ্ধ করা এবং উপজেলা প্রশাসন,হাসপাতাল কর্তৃপক্ষ গনমাধ্যম কর্মীরা সঠিকভাব প্রচার করায় বর্তমানে আর এনিয়ে কোন দ্বিধা নেই।
দুপুরে উপছেপড়া ভীড়ি টিকা নিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার,সাবেক সভাপতি সরওয়ার শিকদার,সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশসহ বিভিন্ন  লোকজন।
উল্লেখ্য ৭ ফ্রেবুয়ারী থেকে  উপজেলার প্রথমে  ৫৫  এবং পরে ৪০ বছরের উর্দ্ধে লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫টি বুথে ১১ হাজার ৯ শত পুরুষ ও নারীকে ১৫টি ক্যাটাগরির ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের নির্দেশনা অনুযায়ী করোনাভ্যাকসিন প্রদান (টিকা) দেয়া হবে এবং প্রত্যেককে ৪ সপ্তাহ (২৮ দিন) পর দ্বিতীয় ডোজ (টিকা) প্রদান করা হবে। এতে নবীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ৫ হাজার ৯ শত ৫০ জন পুরুষ ও নারী টিকা পাবেন।
স্বাস্থ্যবিভাগের তথ্যমতে,  গর্ভবতী, জ্বর, কাশ্বিসহ যারা ওই দিন অন্যান্য রোগে আক্রান্ত হবেন তাদের করোনা ভ্যাকসিন (টিকা) না দেয়ার আহবান জানানো হয়।
এছাড়াও টিকা দেয়ার পর যদি কেউ অসুস্থ বোধ করেন এক্ষেত্রে তাদেরকে ভয় বা আতংকিত না হওয়ার জন্য জানানো হয়। পর্যায়ক্রমে উপজেলার কোন নারী পুরুষ টিকা থেকে বঞ্চিত না হন এ বিষয়ে কাজ করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা