নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধু হত্যার অভিযোগে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ৪ গ্রামের উদ্যোগে ১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে আল্টিমেটাম দেয়া হয়,শিগরিই ব্যবস্থা না নেয়া হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন আন্দোলনকারীরা।
নবীগঞ্জ উপজেলার শেরপুর নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুর্শি পয়েন্টে এই কর্মসুচী পালন করা হয়। এসময় গ্রামবাসী নারী-পুরুষ বিভিন্ন প্রতিবাদী ব্যানার, পেষ্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি,ষাটকাহন,নোয়াগাঁও ও ফুটারমাটি গ্রাম সহ তাদের ৫নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক বিক্ষুব্ধ মানুষ অংশ গ্রহন করেন।
এতে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, শ্রমিক নেতা জামাল আহমদ, কুর্শির বিশিষ্ট মুরব্বি গুলেমান খান, কাহার চৌধুরী, নাইম চৌধুরী,জিলাদ মিয়া, ফাহিম চৌধুরী, মাজউদ্দিন,নাজিম উদ্দিন, ষাটকাহন গ্রামের হারুন চৌধুরী, ফুটারমাটি গ্রামের রব্বুল মিয়া, নুনু মিয়া, ছনর মিয়া, কবির মিয়া,অভিনাশ সূত্রধর, রায়পুর গ্রামের সুমন মিয়া, ফুরুক মিয়া নোয়াগাও গ্রামের পঙ্কি মিয়া সহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা বলেন,গত ১৮ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় উপজেলার জালালসাপ গ্রামের হোসেন মিয়ার স্ত্রী গৃহবধু সালমাকে তার স্বামীর বাড়ি থেকে রহস্যজনক ভাবে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় সালমার বাবার বাড়ি কুর্শি গ্রামের লোকজন ও তার পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ ধৌত করানোর সময়ও মহিলারা শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখেছেন বলেও তারা দাবী করেন৷ এমনকি সালমা হত্যা কান্ডের ঘটনাকে ধামাচাপা দিতে তার শশুর বাড়ীর লোকজন মোটা অংকের টাকারও প্রলোভন দেখিয়েছেন৷ এতেই স্পষ্টভাবে বুঝাযায় সালমাকে নির্মমভাবে খুন করা হয়েছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই এর আসল রহস্য উদঘাটন হবে৷
এঘটনায় হবিগঞ্জ আদালতে গৃহবধুকে হত্যার অভিযোগে সালমার স্বামী সহ ১১জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট আশু হস্তক্ষেপ কামনা করেন৷
Leave a Reply