-
- জাতীয়
- নবীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
- আপডেট টাইম : July, 13, 2025, 10:44 pm
- 1 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাসান খাঁন (৩০)। তিনি মুড়াউড়া গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার আশ্বব উদ্দিন খাঁনের ছেলে।
দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর ও সম্ভপুর সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসান খাঁন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহতের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply