সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,উপজেলা স্বাস্থ্য প,প,কর্মকর্তা ডা: আব্দুস সামাদ,নবীগঞ্জ থানার ওসি( অপারেশন) আব্দুল কাইয়ুম,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ,সমবায় কর্মকর্তা মো:ইসমাইল তালুকদার রাহী,আইসিটি কর্মকর্তা কাজী মঈনুল হোসেন,আউশকান্দি স্কুল এন্ড কলেজের প্রভাষক শাহীনা আক্তার প্রমূখ। এছাড়া ও বিভিন্ন কলেজের অধ্যক্ষ,শিক্ষকসহ ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ৯ নভেম্বর নবীগঞ্জে একদিনব্যাপী ডিজিটাল ও উদ্ভাবনী মেলা অনুষ্টিত হবে। মেলাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলায় আলোচনা সভা, বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ষ্টল নিয়ে অংশ নেবে।
Leave a Reply