নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজন আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেলে ৪টার দিকে উপজেলার ইমামবাড়ি বাজারে এঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বিকেলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে লহরজপুর গ্রামের এক জনৈক ট্রাক চালক রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখেন। এর ফলে সেসময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি এলাকায় যানজট সৃষ্টি হয়। এসময় পুরানগাঁও গ্রামের মোটর সাইকেল আরোহী অপু নামের এক যুবক জনৈক ট্রাক চালকের কাছে রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণ জানতে চান। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিত-ার ঘটনা ঘটে। এঘটনার খবর পেয়ে বিকেল ৪টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে খবর পেয়ে (নবীগঞ্জ-বাহুবল) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইকবাল হোসেন, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর সহকারে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply