আলী জাবেদ মান্না/নাজমুল ইসলাম :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে রাতের আধারে একটি দোকানে আগুন লেগে মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানাযায়, উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে নিজ-আগনা গ্রামের মৃত আশকর মিয়ার দোকান কাজীগঞ্জ বাজার সংলগ্ন নবীগঞ্জ টু ইনাতগঞ্জ বাজার রাস্তার পাশে থাকা দোকান দীর্ঘদিন বন্ধ থাকে। গত ৯মে ২০২০ইং রাতের আধারে কে/কারা বা কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা এখনও জানাযায়নি। এতে দোকানে থাকা একটি সৌরবিদ্যুতসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এব্যপারে মৃত আশকর মিয়ার ছেলে বর্তমান দোকান মালিক আব্দুলাহ এর সাথে কথা বলে জানাযায়, মৃত আশকর মিয়ার হঠাৎ করেই অসুস্থ হয়ে গত ৭/৮ মাস পূর্বে মারা যান। তারপর থেকে আব্দুলাহ কিছুদিন দোকান খুলা রেখে ব্যবসা করেন কিন্তূ পারিবারিক সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে দোকান বন্ধ থাকে৷ স্থানীয়দের সাথে আলাপ হলে জানাযায়, প্রায় এক বছর পূর্বে পারিবারিক ধন্দের জের ধরে নিজ-আগনা গ্রামের বাসিন্দা আনিস উল্লার স্ত্রী (দোকান মালিক আব্দুলাহ এর চাচী) নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সে সময় থেকে দোকান তালা বদ্দ হয়ে যায় কিন্তুূ মাঝে মধ্যে দোকান খুলা রেখে ব্যবসা করতেও দেখেন অনেকে। তবে বেশ কিছুদিন ধরে দোকান একেবারেই বন্ধ অবস্থায় ছিল। তবে তারই সৎ ব্যবহার করেছে কেউ বলেও জানিয়েছেন স্থানীয় সমাজ সেবক নজরুল ইসলাম (লন্ডন)প্রবাসী। তিনি ঘটনার দুঃখ প্রকাশ ও আগুনের সুত্রপাতের সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানান স্থানীয় প্রশাসনের কাছে। বর্তমান বিশ্বে মহামারি করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে মানুষ অসহায় হয়ে পড়েছে। এমনই এক বিপদপূর্ণ দিনে এমন দুর্সাহসীক কর্মকান্ডে এলাকায়র মানুষ আতংকের মধ্যে আছে। এব্যপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান নিউজ লেখা পর্যন্ত উনাকে কেউ এবিষয়ে কোন অভিযোগ দেয়নি। তিনি আরো বলেন লিখিত কোন অভিযোগ ফেলে আমরা এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দেন।
Leave a Reply