নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:নবীগঞ্জের পল্লীতে এক কিশোরীকে দোকান ঘরে প্রায় ৭ ঘন্টা আটক রেখে কয়েক দফা জোর পূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষক নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নাহিদ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মৃত ওয়াব উল্লার পুত্র। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জের দূর্গম পাহাড়ী অঞ্চলের পানিউমদা ইউনিয়নের টেকইয়া গ্রামে। সেখানে পাহাড়ের উপর টিলায় মিন্টু মিয়ার বাড়ী থেকে নাহিদকে গ্রেফতার করা হয়।
গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন।
Leave a Reply