নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ । শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলার পৃথক স্থানথেকে তাদের আটক করা হয়েছে গ্রেফতারকৃতরা হলো নবীগঞ্জ উপজেলার মাওলানা আশরাফি (৪৫),সমিরন কুমার নন্দি(২৮),আঃ মুকিত(৩০), লিটন মিয়া(৩০),লিপন মিয়া(২৬),শিপন মিয়া(৩০),প্রবিন সুত্রধর (৩৬),সমিরন হুসেন রানা(২০), হাবিব মিয়া(৩০), আল আমিন (২০), রায়হান উদ্দিন (৩৫),ফরমান উদ্দিন (৪০),বোরহান উদ্দিন (৩০),পরে তাদের শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে ।
Leave a Reply