-
- সিলেট বিভাগ
- নবীগঞ্জের ইনাতগঞ্জে প্রকাশ্যে ফিল্মি ষ্টাইলে ছুরিকাঘাতে যুবক আহত
- আপডেট টাইম : May, 20, 2019, 5:39 pm
- 551 বার
নিজস্ব সংবাদদা:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে টাকা পাওনার বিষয়কে কেন্দ্র করে দিন দুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে শ্যামল মিয়া(৩০) নামে এক য়ুবক আহত হয়েছ। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
আহত শ্যামল উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের লালফর মিয়ার পুত্র।
স্থানীয় ও আহত পরিবার সুত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরকাছ মিয়ার কাছে আহত শ্যামলের টাকা পাওনা ছিল।
সোমবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।এর জের ধরে বিকেলে শ্যামল ইনাতগঞ্জ পর্ব বাজার জামে মসজিদে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে পূর্ব পরিকল্পনানুযায়ী গিয়াস উদ্দিনের পুত্র নুরকাছ উদ্দিন,তার সহযোগী এলকাব উদ্দিনের পুত্র রাজনসহ ৪/৫ জন ছুরি,দা নিয়ে শ্যামলের উপর আক্রমণ করে।
এক পর্যায়ে শ্যামল প্রাণ রক্ষার্থে বাজারের গলি দিয়ে দৌড়াতে থাকে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ পিছনে ধাওয়া করে। কিছু দুর গিয়ে শ্যামল হুছট খেয়ে পড়ে যায়। এ সময় হামলাকারীরা ছুরি দিয়ে শ্যামলকে উপর্যপরি ছুরিকাঘাত করে।ফিল্মি ষ্টাইলের ঘটনাটি বাজারের লোকজন নীরব দর্শকের মত দাড়িয়ে দেখেন। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দ্রুত তাকে সিলেট ওসমানী মডিকেল কলেজ পাসপাতালে প্রেরণ করা হয়।
ওসমানী হাসপাতালে শ্যামলের সাথে থাকা তার ভাই মাছুম জানায়,এখন ও তার রক্তক্ষরণ হচ্ছে। ডাক্তার বলছেন,তার অবস্থা আশংকাজনক।
ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন জানান,ঘটনার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। বাজারে পুলিশ টহল জোরদার আছে। রোগীর অবস্থা আশংকাজনক। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply