নিজস্ব সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে শনিবার রাতে কীটনাশক পান করে সীমা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। সে স্থানীয় রুদ্রগ্রামের দিলু মিয়ার মেয়ে ও দিনারপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পরিবারের সকলের অগোচরে সীমা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সীমার মৃত্যু হয়। পরে ময়না তদন্ত শেষে সীমার দাফন সম্পন্ন হয়।
গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই মাজহারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, বিষপান করার কারন এখনো জানা যায়নি।
Leave a Reply