নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কক্ষে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা যায়, শনিবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের ভূমিহীন এলাকার একটি দোকানে ৪/৫ জন যুবক ২ যুবতির সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাহুবলের আব্দুল আজিজ (২৩), নবীগঞ্জের কাশেম আলি (২৩), সহিদ বেগম (৪৫), সুনামগঞ্জ সদরের শান্তনা আক্তার (২৫), পপি বেগম (২৫) কে আটক করে। পরে বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানীর কক্ষে আটককৃতদের হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে নিদিষ্ট আইনে আটককৃত ৫ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Leave a Reply