জানা যায়, নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি মাদ্রাসা পয়েন্টস্থ ” ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার জামে মসজিদে গত শনিবার এশার নামাজ চলাকালিন সময়ে ৪র্থ রাখাতে সেজদাররত অবস্থায় মসজিদের ভিতরে ৫টি কাতার ডিংগিয়ে ঈমাম সাহেবের একটি এন্ডোয়েন্ট মোবাইল ফোন মেহরাবে থাকা অবস্থায় সু-কৌশলে এক চোর নিয়ে যায়।
এ সময় বেতাপুর গ্রামের কচির মিয়ার পুত্র জাবু নামাজ পড়তে এসে দেখতে পায় ঐ চুর মোবাইল নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে সে তাকে
ঝাঁপটে ধরে আটক করে। পরে নামাজ শেষে মুসল্লিদের জিজ্ঞাসাবাদে করলে সে ঈমাম সাহেবের মোবাইল চুরির কথা স্বীকার করে।
ধূত চোর জানায় তার বাড়ি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘিরপার গ্রামে। সে ধন মিয়ার পুত্র তার নাম শুভ মিয়া (১৬)।
পরে মুসল্লিরা তাকে উত্তম দিয়ে ছেড়ে দেন।
প
Leave a Reply