নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবীগঞ্জ থানার নবাগত ওসি মোঃ মাসুক আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে থানা গোলঘরে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী,বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা গৌর দাশ,বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়া,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডাঃনিজামুল ইসলাম চৌধুরী প্রমূখ। এছাড়া প্রতিটি ইউনিয়ন এর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা( ( ওসি) মাসুক আলী বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা যেভাবে নিজের জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করে দেশটাকে স্বাধীন করেছেন , ঠিক সেভাবেই নবীগঞ্জে সামাজিক অবক্ষয় সহ সকল প্রকার অপরাধ দুর করতে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় যেন নবীগঞ্জে মাদক সহ সকল প্রকার সামাজিক অবক্ষয় রোধ করতে পারি।
তিনি বলেন,আপনাদের আগমনে নবীগঞ্জ থানা ধন্য ও সম্মানিত হয়েছে। তাই আপনাদের সম্মানে আজ থেকে আমার অফিস কক্ষে আপনাদের জন্য একটি চেয়ার বরাদ্দ থাকবে। পরিশেষে তিনি নবীগঞ্জ থানার আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় মুক্তিযোদ্ধাগণ আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply