নবীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বাংলা নববর্ষ উৎসব পালন

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে বিভিন্ন অনুষ্টানমালার মধ্যদিয়ে জাকজমভাবে গত রবিবার দিনব্যাপী বাঙ্গালীর আবহমান কালের কৃষ্টি বাংলা নববর্ষ ১৪২৬ বাংলা পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে নবীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট,আনন্দ নিকেতন,ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, হিরামিয়া গার্লস স্কুলের উদ্যোগে পৃথক পৃথক অনুষ্টানমালার আয়োজন করা হয়। অনুষ্টানমালার মধ্যে ছিল, গান,নৃত্য,নাটক,একক অভিনয়,কৌতুক,কবিতা আবৃত্তি,দর্শক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন। নবীগঞ্জ আদর্শ সদর প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে সম্মিলিত জোটের সভাপতি বিন্দু সুত্রধরের সভাপতিত্বে এবং ধ্রুব থিয়েটারের সভাপতি রাজেশ আচার্য্য এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক বিপ্লব চন্দ্র দাশের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,প্যানেল মেয়র ২ বাবুল চন্দ্র দাশ। অণুষ্টানের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক প্রতিষ্টাতা সভাপতি প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন। এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট কবি বাদল কৃষ্ণ বনিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মৈত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিরাজ আলী,শহীদ মিয়া,গোপেশ চন্দ্র দাশ, সাংস্কৃতিক জোটের অর্থ সম্পাদক শামস খেলা,মাজহারুল ইসলাম,পৃথ্বিশ চক্রবর্ত্তী,মোঃ ফজলু মিয়া প্রমূখ। অনুষ্টানমালায় সংগীত পরিবেশন করেন শামস খেলা,মোঃ শাহান,শান্তা দাশ,কুহিনুর,রিয়া,জয়,কৌতুক পরিবেশন করেন মৈত্রী সাহিত্যর সাংস্কৃতিক সংসদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,কবিতা আবৃত্তি করেন কবি পৃথ্বিশ চক্রবর্ত্তী সহ স্থানীয় শিল্পীবৃন্দ গান,নৃত্য,অভিনয়,কৌতুক,কবিতা পরিবেশন করেন। অনুষ্টানমালায় প্রচুর দর্শকশ্রোতার সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা