আশাহীদ আলী আশা:: নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক চ্যানেল সিক্স এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা জরুরী সভায় মিলিত হন। গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ- সভাপতি আশাহীদ আলী আশা, কোষাধক্ষ্য আকিকুর রহমান সেলিম, নিবার্হী সদস্য ফখরুল আহসান চৌধুরী, এম এ আহমদ আজাদ, তোফাজ্জল হোসেন, সুবিনয় রায় বাপ্পি, শাহ সুলতান আহমদ, সদস্য সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, মুরাদ আহমদ, রাকিল হোসেন, মোঃ সেলিম তালকুদার, মহিবুর রহমান, এটিএম জাকিরুল ইসলাম, এম মুজিবুর রহমান, এম এ মুহিত, আলী হাছন লিটন, শওকত আলী, তোহিদ চৌধুরী, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, মোঃ নাবেদ মিয়া প্রমুখ। সভায় বক্তরা কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ফখরুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা পারভেজ চৌধুরী ফয়েজ ও গোলাম রহমান লিমনসহ তাদের সহযোগীদের প্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যতায় নবীগঞ্জ প্রেসক্লাব কঠোর আন্দোলন কর্মসুচী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply