আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করেছে- বিভাগীয় কমিশনার

বুলবুল আহমেদ;;সহস্রাদ্ব উন্নয়ন লক্ষমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসংগ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। এ উদ্যেশ্যকে সম্মুখে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এর অর্থায়নে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা হয়।
শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে অনুষ্টিত হয়েছে। উপজেলা চত্বরে ১দিন ব্যাপি এ কর্মশালায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। কর্মশালায় অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও কি নোট পেপার উপস্থাপনা করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইশরাত, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, হবিগঞ্জের সহকারী কমিশনার আনিসুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদের সাধারন শাখার সহকারী কমিশনার আফিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার শাহ জুয়েল হোসেন প্রমুখ। উক্ত প্রশিক্ষন কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ, পৌর মেয়র, ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিববৃন্দ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতিসহ ১০টি গ্রুোপে ৫০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।
এ সময় প্রশিক্ষনার্থী প্রত্যেক গ্রুোপ থেকে নবীগঞ্জ উপজেলার উন্নয়নের বিভিন্ন কর্মপরিকল্পনা নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা