মতিউর রহমান মুন্না, :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নবীগঞ্জে ‘এক মুঠো হাসি’ সংগঠনের আয়োজনে স্বাধীনতা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় নবীগঞ্জ পৌরসভার ১০ টি প্রতিষ্ঠানের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম সহ নবীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বিজয়ী হলেন- হোমল্যান্ড আইডিয়াল স্কুলের মিথীলা পাল (১ম স্থান অর্জন), ম্যাপল কেজি অ্যান্ড হাই স্কুলের বিথী আক্তার (২য় স্থান অর্জন), হোমল্যান্ড আইডিয়াল স্কুলের আহাজার আলী (৩য় স্থান অর্জন)। এছাড়াও আরো ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
বিজয়ী শিক্ষার্থীদের নগদ অর্থ, শিক্ষাবৃত্তিসহ ক্রেস্ট সার্টিফিকেট ও মহামূল্যবান বই বিতরণ করা হয়েছে।
এক মুঠো সংগঠনের প্রধান উদ্যোক্তা শেখ রায়হান সিদ্দিকী আসিফ বলেন যে, মূলত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ে জানতে উৎসাহিত করার জন্য ই তাদের এই আয়োজন।
Leave a Reply