নিয়ামুল করিম অপু::নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের শাখোয়া মুড়ারপাটলি গ্রামে গত রবিবার রাতে নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী ওয়াহিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। পুলিশ জানায় ২০১১ সালের শাখোয়া গ্রামের ছাতির আলী হত্যা মামলার পলাতক আসামী। এছাড়া ও সে হত্যা মামলাসহ ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ছিল। সে দীর্ঘদিন ধরে দেশের বাহিরে ওমানে থাকার কারনে পুলিশ তাকে আটক করতে পারিন। সম্প্রতি কিছুদিন হলো সে দেশে এসেছে। এ খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার গভীর রাতে সর্দারপুর গ্রাম থেকে এস আই কাওছার আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
Leave a Reply