নিজস্ব সংবাদদাতা:: ২০১৭-১৮ অর্থবছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় নবীগঞ্জ পৌরসভাধীন নির্বাচিত উপকারভোগীদের জন্য দিনব্যাপী হেল্থ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, কাউন্সিলর সুন্দর আলী, জাকির হোসেন, জায়েদ চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাছিমা প্রমূখ।
অনুষ্ঠানে পৌরসভাধীন ৪শতাধিক উপকারভোগী মহিলাদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষে প্রত্যেককের মাঝে স্যালাইন, কেক, জুস, বিস্কুট, সাবান সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply