নবীগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্টানে ২৯ হাজার টাকা জরিমানা

বুলবুল আহমেদ:: নবীগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ২৯হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ। গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিন্হা’র নেতৃত্বে নবীগঞ্জের ঢাকা-সিলেট মহা সড়কর আউশকান্দিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় ফুলকলিতে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও ইন্ডিয়ান কোলড্রিংক রাখার দায়ে ১৫ হাজার টাকা, বেঙ্গল ফুড এ মেয়াদ উত্তীর্ণ দই পাওয়ায় ৮ হাজার টাকা, মূল্য তালিকা না ঝুলানোর কারণে মৌবন এন্টার প্রাইজকে ৩ হাজার টাকা ও মা ভ্যারাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা সহ মোট ৪টি প্রতিষ্টানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা শেষে সহকারী পরিচালক দেবানন্দ সিন্হা বলেন, অসাধু ব্যবসায়ীরা দ্রব্য মূল্য বৃদ্ধির বিষয়টি আমরা প্রতিদিন তদারকি করছি। প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যারা বাড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এরই দ্বারাবাহিকতায় আজ আমরা অভিযান পরিচালনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা