স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শামিম মিয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর ব্রাক অফিস সংলগ্ন নানু মিয়ার কলোনির সামনে থেকে তাকে গ্রেফতার করেন থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।
গ্রেফতারকৃত শামিম মিয়া মৌলভীবাজার সদর উপজেলার হলুয়া গ্রামের মৃত আঃ আওয়াল এর পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, শামিম ছালামতপুর এলাকায় তার শ্বশুরের ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিল। এখানে থাকার সুবাধে দীর্ঘদিন ধরে ওই এলাকায় যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ মাদকের রমরমা ব্যবসা শুরু করে।
এমন তথ্য পেয়ে তাকে নজরদারীতে রাখে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ইয়াবা বিক্রির সময় ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শামিমকে গ্রেফতার করতে সক্ষম হন এস আই মাজহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানা গেছে।
Leave a Reply