সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ শামীম আহমদ(৩৫) কে ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত শামীম উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার পুত্র।
গতকাল রোববার সন্ধায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান হোসেন, এ এস আই রুবেল ও এএসআই অনিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধ্যসমত এলঅকা থেকে তাকে গ্রেফতার করে।এ সময় তার দেহ তল্লাসি করে ৫২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রতারনা টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সিলেট কতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় মুরাদ মিয়া(৩৬)কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। মুরাদ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত তাজ উদ্দিনের পুত্র। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন জানান,চাকুরী দেয়ার নাম করে অনেক লোকের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিলেট কতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply