নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ ,৯৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে গত শনিবার বাংলাদেশের সুন্দর গ্রাম বৃহত্তর সিলেটের পান্তুমাই এবং অপরুপ সৌন্দর্য্যরে মিলন পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে আনন্দ ভ্রমন ২০১৯ অনুষ্টিত হয়েছে। ঐ ব্যাচের শামীম আহমদ,আব্দুল মজিদ,উত্তম কুমার পাল হিমেল,মোঃ রুবেল মিয়া,মোঃ আশফাকউজ্জামান চৌধুরী,এলমান আহমদ চৌধুরী,মোঃ ছালেহ আহমদ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়। পর্যটন কেন্দ্রের তথ্য অনুযায়ী বৃহত্তর সিলেটের পান্তুমাই হলো দেশের সবচেয়ে সুন্দর গ্রাম। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষা উচু পাহাড় বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য আর মায়াবতী ঝর্না যেন যেকোন মানুষের মনে দোলা দেয়। এছাড়া পান্তুমাই গ্রামের সামনের রয়েছে মনোরম সুন্দর ও সচ্ছ পানির লেক। যা দেশের পর্যটকদের হৃদয়ে ভ্রমনের কম্পন সৃষ্টি করতে সক্ষম হয়। আর বড় বড় পাথর বেষ্টিত দুদেিকর মাঝখান দিয়ে প্রবাহিত ভারতের সীমান্ত থেকে ছুটে আসা পানির ঝর্না আর লেকে গোসল করার আনন্দই যেন আলাদা। অসংখ্য পর্যটক আর ভ্রমন পিপাসুদের এই ঝর্নর স্বচ্ছ পানিতে গা ডুবিয়ে থাকতে দেখা যায়। প্রকৃতির এমন অপার রুপ আর ছায়াঘেরা পরিবেশ যেন বিশ্বের বুকে গোগল আর ইন্টানেটে সিলেটের পরিচিতি অনেকটা এগিয়ে দিয়েছে।
Leave a Reply