সংবাদদাতা::নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ ৫ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী ২জনকে গ্রেফতার করেছে। এ সময় গাজাবহনকারী সিএনজি(অটোরিক্সা)ও আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ইনসানুর রহমানের পুত্র মো: জিল্লুর রহমান(৪৫) ও সিএনজি চালক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগগি গ্রামের মৌলানা মফিজুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন (৩৫)। আটককৃত সিএনজি নং মৌল-থ-২২-২৫৪৭।
পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার রাত আড়াইটার সময় ইনাতগঞ্জ ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন,এসআই এমরান হোসেন,এএসআই রুবেল হোসেন,এএসআই অনিক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইনাতগঞ্জ-বান্দের বাজার কসবা গ্রামের মোড় থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতাকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন।
Leave a Reply