ছনি চৌধুরী::বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তৌহিদ বিন-হাসানের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম,গাজী খালেদা সারোয়ার,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হায়দর মিয়া, ইসলামি ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আবু সালেহ।
ভাইস চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) কাজী ওবায়দুল কাদের হেলাল,গতি গোবিন্দ দাশ, ডাঃ শাহ আবুল খায়ের, আবু ইউসুফ,এস আর চৌধুরী সেলিম,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুরাদ আহমদ,ইসলামি ঐক্যজোট মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ ফারকানী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলি,সাজেদা মজিদ।
Leave a Reply