নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যাগে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় নবীগঞ্জেও ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালর করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পন,বর্নাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনের পরিচালনায় এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন,ওসি তদন্ত আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,রিজভী আহমদ খালেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল ইসলাম। বক্তব্য রাখেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়,কীর্তি নারায়ন কলেজের অধ্যক্ষ ফয়জুর রব পনি,উদ্যোক্তা লিটন রানা প্রমূখ।
পরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্য আয়াজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়।
বক্তারা বলেন,বর্তমান সরকারের দক্ষ নের্তৃত্বে  বাংলাদেশ আজ পৃথিবীর উন্নত দেশের সাথে তালমিলিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রেই এখন ডিজিটালের সুফলভােগ করছে সাধারন মানুষ। তাই দেশকে উন্নতদেশের পর্যায়ে নিয়ে যেতে সবাইকে সরকারের হাতে নেওয়া বিভন্ন কর্মকান্ডে সার্বিক সহযোগীতা করতে হবে।
অনুষ্টানে অন্যােন্যর মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা তথ্য অফিসার নাহিদা আক্তার,উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমী অধ্যক্ষ কাঞ্চন বনিক, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম,প্রধান শিক্ষক রুবেনা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা