নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসে নবীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে
এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন দেলওয়ারের সভাপতিত্বে উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা কাজী মঈনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্নসাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রমূখ।
সভায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করাসহ ভবিষ্যতে সড়ক , দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের চালক ও মালিক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার পাশাপাশি কিশোর বাইকারদের চলাচল নিয়ন্ত্রণ করা, নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করার উপর আলোচনা করা হয়।
Leave a Reply