নবীগঞ্জ সংবাদদাতা: ‘এক দেশে দুই নীতি মানি না, মানবো না’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা/কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী এবং জন প্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন নবীগঞ্জ পৌরসভা শাখা কর্মকর্তা/কর্মচারীবৃন্দ কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতে গতকাল সোমবার সকাল ৯টা হতে বিকেল ৫ টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে সবধরণের নাগরিক সেবা প্রদান বন্ধ রাখা হয়। ফলে সেবা নিতে আসা নাগরিকবৃন্দের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। কর্মসূচিতে এসে একাত্মতা প্রকাশ করেন পৌরসভার প্যানেল মেয়র-১ ও কেন্দ্রীয় পৌর কাউন্সিলর এসোসিয়েশন এর আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এটিএম সালাম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী ও সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম। এসোসিয়েশনের সভাপতি পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ ও বিশিষ্ট সাংবাদিক এটিএম সালাম। বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, সচিব মো. আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সেনেটারী ইনস্পেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মো. ইকবাল আহমেদ, সাঁটলিপিকার সুরঞ্জিত দাশ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, সার্ভেয়ার সোহাগ হোসেন, এসেসর ঊমা বণিক, কার্যসহকারী আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী ও বনানী দাশ, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দিপংকর সরকার, অফিস সহায়ক মো. আবু বকর প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রধান সহকারী সরাজ মিয়া, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, আছকির মিয়া, আহাদ মিয়া, রিপন মিয়া, আশফাকুজ্জামান বাচ্চু, শেখ আল-আমিন, মো. আঃ আউয়াল, গঙ্গেশ দাশ, নিকুঞ্জ দাশ, আলফু মিয়া, অনিতা দাশ, সাইদুর রহমান প্রমুখ। উল্লেখ্য আজ মঙ্গলবার হবিগঞ্জ প্রেস ক্লাবের সামনে পৌরসভা এসোসিয়েশনের বিভিন্ন শাখা অবস্থান কর্মসূচি পালন করবে।
Leave a Reply