নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেস-ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২ টায় নবীগঞ্জ শহরের প্রেস-ক্লাবের কার্যালয়ে প্রেস-ক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেস-ক্লাবের সাবেক সভাপিত তোফাজ্জল হোসেন চৌধুরী, ফখরুল আহসান চৌধুরী, আলাউর রহমান ঠাকুর, সাইফুল জাহান চৌধুরী, এমএ আহমদ আজাদ, সহ-সভাপতি আশাহিদ আলী আশা, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, কোষাধক্ষ আকিকুর রহমান সেলিম, নিবার্হী সদস্য অলিউর রহমান, সদস্য-ছাদিকুল ইসলাম, শাহ মিজানুর রহমান, সলিল বরন দাশ, মুজিবুর রহমান, মুরাদ আহমেদ, নুরুজ্জামান ফারুকী, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মুহিবুর রহমান, মুহিবুর রহমান তছনু, সওকত আলী, আলী হাছান লিটন, জাকির আহমেদ চৌধুরী, নাবেদ মিয়া, তৌহিদ চৌধুরী, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সংঘঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ৪ সদস্য বিশিষ্ট্য কমিটির মাধ্যমে তদন্ত্য পূর্বক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় প্রেসক্লাবের জন্য জাগয়া ক্রয় এবং ভবন তৈরী অর্থ সংগ্রহ করে ক্লাবে উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়। সভায় প্রেসক্লাবে সাধারন সম্পাদকসহ ৪ সদস্যদের বিরোদ্ধে মিথ্যা হয়রানী মূলক মামলা প্রত্যাহর এবং প্রশাসনের প্রতি সংবাদ প্রকাশের জের ধরে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান নেতৃত্বে প্রকাশ্য সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply