নোয়াখালী থকেে নবীন: নোয়াখালী বজ্ঞিান ও প্রযুক্তি বশ্বিবদ্যিালয়রে (নোবপ্রিব)ি শক্ষিক সমতিরি নর্বিাচনে ১১টি পদরে মধ্যে সবকয়টি পদইে জয়লাভ করছেে মুক্তযিুদ্ধরে চতেনায় উজ্জীবতি ও জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে আর্দশে বশ্বিাসী আওয়ামীপন্থি শক্ষিক পরষিদ।
সভাপতি নর্বিাচতি হয়ছেনে, কৃষি বভিাগরে অধ্যাপক ড. গাজী মো. মহসীন এবং সাধারণ সম্পাদক নর্বিাচতি হয়ছেনে ইংরজেি বভিাগরে সহকারি অধ্যাপক জনাব মো. নাসরি উদ্দনি। বকিলেে ফলাফল ঘোষণা করনে প্রধান নর্বিাচন কমশিনার ও কৃষি বভিাগরে অধ্যাপক ড. মো. আতকিুর রহমান ভূঞা।
আজ সকালে বশ্বিবদ্যিালয়রে হাজী মো. ইদ্রছি অডটিোরয়িাম ভবনে সকাল ৯.৩০ টা থকেে ভোট শুরু হয়ে দুপুর ২টা র্পযন্ত উৎসবমূখর পরবিশেে সুষ্ঠু ও শান্তপর্িূণ পরবিশেে ভোট গ্রহণ অনুষ্ঠতি হয়।
এছাড়া সহ-সভাপতি পদে সএিসটইি বভিাগরে সহযোগী অধ্যাপক ড. নাহদি আক্তার, যুগ্ম সম্পাদক পদে আইআইটি ইনস্টটিউিটরে পরচিালক সহকারি অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়াঁ, কোষাধ্যক্ষ পদে র্অথনীতি বভিাগরে প্রভাষক জনাব মোহাম্মদ ইকবাল হোসনে, প্রচার সম্পাদক পদে এগ্রকিালচার বভিাগরে সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ শফকিুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বষিয়ক সম্পাদক পদে শক্ষিা বভিাগরে জনাব মো. ওয়ালউির রহমান আকন্দ (বপিুল) বনিা প্রতদ্বিন্দ্বতিায় বজিয় লাভ করনে। সদস্য পদে বজিয়ীরা হলনে, বজিইি বভিাগরে সহকারী অধ্যাপক ড.ধীরন্দ্রে নাথ র্বমণ, ফমিস বভিাগরে প্রভাষক জনাব শুভ ভৌমকি, এসসিইি বভিাগরে প্রভাষক জনাব সঞ্জতিা দওেয়ানজী ও র্ফামসেি বভিাগরে মো. সালাউদ্দনি মল্লিাত।
Leave a Reply