-
- আন্তর্জাতিক
- নোবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
- আপডেট টাইম : March, 8, 2019, 6:11 pm
- 477 বার
নোয়াখালী প্রতিনিধি ::নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। শুক্রবার (০৮ মার্চ ২০১৯) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এর উদ্বোধন করেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
এসময় রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, ছাত্রনির্দেশনা পরিচালক মো. নাসির উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডা: মো. মোখলেছ উজ জামানসহ অনুষদসমুহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নোবিপ্রবি পরিবারের সকলের অংশগ্রহণে নারী দিবসের র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি গোলচত্ত্বর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এসে শেষ হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply