নোয়াখালি থেকে নবিন:: নোয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য-প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সালেহ্ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে মতামত প্রদান করেন জেলা প্রশাসক তন্ময় দাস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল চৌধুরী, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, লিগ্যাল এইড অফিসার মো. আবু ইউসুফ প্রমুখ।
দেশের ৬৪ টি জেলা ও দায়রা জজের নেতৃত্বে জেলা লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে। কর্মশালায় কমিটির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে আইন সহায়তা কেন্দ্রের কার্যক্রম পৌছে দেয়ার অনুরোধ জানানো হয়
ৱ
Leave a Reply