নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী সদর উপজেলায় দাঁদপুর ইউনিয়ন থেকে শিল্পি বেগম (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ।
নিহত শিল্পি বেগম দাঁদপুর ইউনিয়নের রামবল্লবপুর গ্রামের নুর হোসেন এর স্ত্রী। রোববার সকালে ওই ইউনিয়নের রামবল্লবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের ছোট ভাই ফারুক ও স্থানীয় সুত্রে জানা যায়, গত এক বছর আগে নোয়াখালীর সদর উপজেলার দাঁদপুর ইউনিয়নের রামবল্লবপুর গ্রামের মো.খলিল মিয়ার ছেলে নুর হোসেন এর সাথে মান্দারতলী গ্রামের মো. ইউছুপের মেয়ে শিল্পি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ চলে আসছিল। শনিবার রাতেও স্বামী নুর হোসেন সাথে তার স্ত্রী শিল্পি বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে সকালে কোন এক সময় সে আত্মহত্যা করে।
সুধারাম থানার (ওসি)তদন্ত মো. আবদুল বাতেন গৃহধবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, এটি হত্যা, নাকি আতœহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে।
Leave a Reply