নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে কার্ভাডভ্যান চাপায় তানজিলা আক্তার মিতু (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ভবানি জীবনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানজিলা আক্তার মিতু ওই এলাকার আব্দুল মন্নানের মেয়ে। সে ছয়ানি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে প্রধান সড়কে আসে মিতু। সকাল সাড়ে ১০টার দিকে ওই সড়ক দিয়ে যাওয়া একটি কার্ভাডভ্যান তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মিতুর মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে।
Leave a Reply