নবীন,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদরে পুলিশ লাইন্সের সামনে পথে কুড়িয়ে পাওয়া বিশ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ লাইন্স গেইটে দায়িত্ব পালন পুলিশ কনস্টেবল সুমন। শুক্রবার সন্ধ্যা-৬ টার দিকে দিকে প্রকৃত মালিককে টাকা ফেরত দেন তিনি।পুলিশ কনস্টেবল সুমন জানান, তিনি পুলিশ লাইন্স ১ নং গেইটে দায়িত্ব পালন কালে বিকেল-৪টায় জেলাখানা রোডের উপর কিছু টাকা পড়ে থাকতে দেখেন তিনি। পথের ওপর পড়ে থাকা টাকা গুনে দেখেন বিশ হাজার টাকা। তাৎক্ষনিক কুড়িয়ে পাওয়া টাকার বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাকে অবগত করেন।এর কিছুক্ষণ পর একব্যক্তি রাস্তায় কিছু খুজঁতে দেখে কনস্টবল সুমন লোকটিকে জিজ্ঞাসা করলে লোকটি তার কাছে থাকা বিশ হাজার টাকা হারিয়েছেন বলে জানান। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনকে জানালে তার নির্দেশক্রমে কুড়িয়ে পাওয়া টাকার সাথে ওই ব্যক্তির টাকার বর্ণনার মিল থাকায় টাকার প্রকৃত মালিক মোঃ হারুনুর রশিদ কে বুঝিয়ে দেওয়া হয়। হারানো টাকা ফেরত পেয়ে উচ্ছ্বসিত হারুনুর রশিদ বলেন, বর্তমান সময়ে সুমনে মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
পরে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, কনস্টেবল সুমন সততার পরিচয় দেওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে।
Leave a Reply