নবীন, নোয়াখালী প্রতিনিধি-:: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো.নুরুল করিম জুয়েল বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় কোম্পানীগঞ্জে সংবর্ধনা দেয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবলীগের উদ্যোগে বসুরহাট পৌরসভা হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় ফুল ও ক্রেস্ট দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নরুল করিম জুয়েলকে সংবর্ধনা দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্র মূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply