নোয়াখালীতে গণমাধ্যম ও প্রশাসনের হস্তক্ষেপে নতুন বই পেল প্রাক-প্রাথমিক শিক্ষার্থী

নোয়াখালী প্রতিনিধি::সারাদেশের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পেলেও নোয়াখালীর একটি ইবতেদায়ী মাদ্রাসার অর্ধশত প্রাক প্রাথমিক শিক্ষার্থী ৪০দিন পর গণমাধ্যম ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সরকারি নতুন বই পেল। দেরিতে হলেও নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। সোমবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার করমুল্যা বাজারের উত্তর শুল্লকিয়া এলাকায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে নুতন বই বিতরন করেন নোয়াখালী ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রেজ্জাকুল হায়দার। এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জানাযায়, ইসলামি ফাউন্ডেশর এক কর্মকর্তার অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারনে শিক্ষার্থীরা ৪০ দিন পার হলেও নতুন বই হাতে পায়নি। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা মানববন্ধনসহ নানা প্রতিবাদ কর্মসূচী পালন করে আসছিল। অবশেষে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তার নজরে আনলে বই পায় শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা