নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর নবাগত পুলিশ সুপার মো: আলগীর হোসেনর সাথে রোববার সাংবাদিকদের মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পুলিশ সুপার মো: আলমগীর হোসেন জানান, সম্পূর্ন মেধা ও যোগ্যতায় আগামী ৩ তারিখে পুলিশ কনস্টবল নিয়োগের শারিরীক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
এ ছাড়া জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলেও সাংবাদিকদের সহযোগীতা আশা করেন তিনি।
উপস্থিত সাংবাদিকরা জেলার শান্তি শৃংখলা রক্ষার্থে নবাগত পুলিশ সুপারকে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন টিভি ও পত্রিকার সাংবাদিক, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply