নবীন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেনকে রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টায় ঘটনার মুলহোতা ও ধর্ষন মামলার প্রধান আসামী দেলোয়ারকে ৩টি মামলায় ৫ দিনের রিমান্ড শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হক এর ১ নং আমলী আদালতে তোলা হয়।
প্রসঙ্গতঃ গত ১৮ অক্টোবর নারায়নগঞ্জ থেকে গ্রেফতার দেলোয়ারকে পুলিশ ব্যুরো অব ইনবেষ্টিগেশন (পিবিআই) নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এ নিয়ে এ মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৮জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Leave a Reply