নবীন, নোয়াখালী প্রতিনিধি::মরণব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপত্তা নিশ্চিতে নোয়াখালী সদর উপজেলায় ডাক্তার, পুলিশ ও উপজেলা পরিষদ কর্মকর্তাদের মাঝে পিপিই ও মাক্স বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৫০টি পিপিই, ৪০০টি মাক্স, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালযের জন্য ১০টি পিপিই, ৫০টি মাক্স ও সুধারাম মডেল থানার জন্য ১০টি পিপিই, ৫০টি মাক্স প্রদান করেন উপকূলীয় বিদ্যুতায়ন ও মহিলা উন্নয়ন সমিতি।
সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের হাতে পিপিই ও মাক্স তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন, উপকূলীয় বিদ্যুতায়ন ও মহিলা উন্নয়ন সমিতির উপজেলা ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
Leave a Reply