নোয়াখালী থেকে নবীন::
নোয়াখালী পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসেন মিউনিসিপাল গভর্নেন্স সার্ভিস প্রজেক্টের (MGSP) TTL (Trust Team Leader) Mr. Kawabena Amankhwah-Ayeh সহ বিশ^ ব্যাংকের একটি প্রতিনিধি দল। তারা পৌরসভার উন্নয়ন কাজ রাস্তা, ড্রেন, সোনাপুর পৌর কিচেন মার্কেট, সোনাপুর পৌর সুপার মার্কেট ও সোনাপুর পৌর বাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এবং এর সম্ভাব্যতা যাচাই করেন।
সোমবার বিকেলে এ প্রতিনিধি দল নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, নির্বাহী প্রকৌশলী সূজিৎ বড়–য়া ও প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল কে সাথে নিয়ে এসব প্রকল্প পরিদর্শন করেন এবং অতি শীগ্রই প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন ।
Leave a Reply