নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জবর দখলের জন্য মামলা হামলা করে হয়রানীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার। বুধবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নোয়াখালী সদর উপজেলার পূর্বচরউরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর (অব:) নায়েক সুবেদার মরহুম আবদুল মালেকের ছেলে মো. হাছান উদ্দিন মঞ্জু লিখিত বক্তব্যে বলেন-বংশ পরম্পরায় প্রায় দুই শ বছরের বসতিতে আমাদের পরিবার বসবাস করছে। কিন্তু পাশ্ববর্তী সল্যাঘটাইয়া গ্রামের জোরদার আবু তাহের সম্পত্তি জবর দখলের জন্য দীর্ঘ ৩৯ বছর থেকে মামলা-হামলার মাধ্যমে হয়রানী করছে।
এসময় তিনি অভিযোগ করে বলেন, মামলার বিষয়ে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দিলে সংস্থার তদন্ত কর্মকর্তা এএসআই সুমন দেবনাথ একতরফা প্রতিবেদন দাখিল করে এবং এর আগে এসআই আবদুল আউয়াল অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বাড়িছাড়া করার হুমকি দেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জীবন ও সম্পদ রক্ষায় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply