নোয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নবীন, নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালী জেলা পুলিশ এর আয়োজনে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় ফেনী জেলা পুলিশ একাদশ চাদঁপুর জেলা পুলিশ একাদশকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন চ্যাম্পিয়ন ও রানান্সআপ খেলোয়াড়দের হাতে ট্রফি এবং টুর্নামেন্টে অংশগ্রহনকারী সব দলের খেলোয়াড়দের সম্মাননা স্মারক তুলে দেন।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনে এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান , লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, চট্টগ্রাম এর কমান্ড্যান্ট(পুলিশ সুপার) এম.এ. মাসুদ, ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নূরন্নবী, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ আনিসুজ্জামান ও পিবিআই, নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এর আগে গত পহেলা জানুয়ারী নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্ণামেন্টে মোট ৪ টি দল অংশগ্রহণ করে। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত ৬টি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফেনী জেলা পুলিশ একাদশের আব্দু্ল কাদের। ম্যান অব দ্যা ফাইনাল হয় ফেনী জেলা পুলিশ একাদশের আক্তার হোসেন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় চাঁদপুর জেলা পুলিশ একাদশের মোঃ ইসমাঈল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা