নোয়াখালীতে মুজিব বর্ষের শিক্ষা সামগ্রী পেল ৬ সহস্রাধিক শিক্ষার্থী

নবীন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে গরীব মেধাবী শিক্ষার্থীদের মুজিব বর্ষ লগো সম্পর্কিত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার চাটখিল উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রহমত উল্ল্যাহ আজিজা ফাউন্ডেশন এর সভাপতি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ২৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩৮ ছাত্র ও ৪৪৪০ ছাত্রীদের হাতে মুজিব বর্ষ লগো সম্পর্কিত স্কুল ব্যাগ, পোশাক ও জুতা’সহ শিক্ষা সামগ্রী তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এসময় মন্ত্রী তার বক্তব্য বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিদের শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ গ্রামের দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্য করতে, মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা করতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কুড়িগ্রাম-১ আসনের সংসদসদস্য মোঃ আছলাম হোসেন সওদাগর, অতিরিক্ত জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোওয়ারী, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুসা, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনাপাল, সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা