নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সরকারী কলেজ ও জেলা পুলিশ প্রশাসন এর উদ্যোগে কলেজ অডিরোরিয়ামে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তাব্যক্তি মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী মতামত তুলে ধরেন।
কলেজ অধ্যক্ষ আল হেলাল মোহাম্মদ মোর্শারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। এ ঘোষনা বাস্তবায়ন করতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। নোয়াখালী সরকারী কলেজকে মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ মুক্ত রাখতে পুলিশ প্রশাসক সবসময় কলেজ প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করবে।
Leave a Reply