নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীতে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের পুলিশ কেজি স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুনাক নোয়াখালীর সভানেত্রী মিসেস নাসরিন লায়লা শরীফ অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু কিশোরের হাতে ঈদের নতুন জামা, সেমাই, চিনি ও দুধের প্যাকেট তুলে দেন।
এ সময় নাসরিন মিসেস লায়লা শরীফ বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে পুনাক পরিবার ভীষণ আনন্দিত। এ ধরণের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য তিনি হ্যালোর শিশু সাংবাদিক ও যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন। আগামীতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় ঈদের নতুন পেশাক ও উপহার সামগ্রী হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করে শিশু কিশোররা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাকের সহ-সভাপতি রীপা চাকমা , জেলা যুব রেডক্রিসেন্টের যুব প্রধান আবদুল আজিজ পুলক প্রমুখ।
Leave a Reply