নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জের হাজ্বিপুরে দিনের বেলায় প্রকাশ্য গুলি করে শাহাদ হোসেন নামের এক যুবককে হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলানোর দাবীতে মানব বন্ধন, সমবেশ ও জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী দীর্ঘ এ মানববন্ধনে নিহত শাহাদাতের পরিবার, এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সব-স্তরের মানুষ অংশনেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দিনের বেলায় শাহাদাতকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবী জানান।
পরে প্রতিবাদ সমাবেশ শেষে নিহত শাহাদাতের পরিবরসহ এলাকাবাসী জেলা প্রশাসক তন্ময় দাসের কাছে কাছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রধান করেন।
Leave a Reply