নোয়াখালীতে ১৬ ইউনিয়নের ৯টিতে নৌকার জয়

নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালীর সদর উপজেলার ৯ ও কবিরহাট উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। মোট ১৬ ইউনিয়নের ৯টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, ছয়টিতে বিদ্রোহী এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থক) জয় পেয়েছেন।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে আওয়ামী লীগের আবদুর রহিম চৌধুরী, অশ্বদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম হোসেন বাবলু, নেওয়াজপুর ইউনিয়নে আওয়ামী লীগের আমির হোসেন বাহাদুর, চর মটুয়া ইউনিয়নে আওয়ামী লীগের কামাল উদ্দিন বাবলু, আন্ডারচর ইউনিয়নে বিদ্রোহী মিজানুর রহমান জসীম, এওজবালিয়া ইউনিয়নে বিদ্রোহী মো. বেলাল হোসেন, দাদপুর ইউনিয়নে বিদ্রোহী মিজানুর রহমান শিপন, কালাদরাপ ইউনিয়নে বিদ্রোহী শাহাদাত উল্লাহ সেলিম ও পূর্ব চর মটুয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত ফয়সাল বারী চৌধুরী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে আওয়ামী লীগের এ কে এম সিরাজ উল্লাহ, ধানসিঁড়ি ইউনিয়নে আওয়ামী লীগের কামাল খান, চাপরাশিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন টিটু, বাটইয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. জসীম উদ্দিন শাহীন, ঘোষবাগ ইউনিয়নে আওয়ামী লীগের এ কে এম আলাউদ্দিন ভুঁইয়া, সুন্দলপুর ইউনিয়নে বিদ্রোহী হাজী মো. ইলিয়াছ এবং ধানশালিক ইউনিয়নে বিদ্রোহী মো. সাহাব উদ্দিন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বেসরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদর উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ এবং কবিরহাট উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা